
গত সপ্তাহে আটক করা গ্রিক ট্যাংকার দুটিকে বন্দর আব্বাসে নোঙ্গর করতে বাধ্য করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে ট্যাংকার দুটির ক্রুদের গ্রেপ্তার করা হয়নি এবং তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন শনিবার (২৮ মে) এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে।
ইরানের দাবি, উপসাগরীয় জলসীমা লঙ্ঘন করার কারণেই ট্যাংকার দুটিকে আটক করেছে তারা। জাহাজ দুটির ক্রুদের মধ্যে নয়জন গ্রিক নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
ট্যাংকার দুটির স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ করে রাখা হয়েছে। তবে ইরানি গণমাধ্যমে কিছু ছবি প্রকাশ করা হয়েছে, যেগুলোয় প্রুডেন্ট ওয়ারিয়র ও ডেল্টা পোসেইডন নামের ট্যাংকার দুটিকে একসঙ্গে ইরানের জলসীমায় নোঙ্গর করে থাকতে দেখা গেছে।
পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্রিক জাহাজ দুটির সব ক্রুই সুস্থ রয়েছেন। আন্তর্জাতিক আইন অনুসারে জাহাজে থাকা অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া তাদের জরুরি অন্যান্য সেবাও দেওয়া হচ্ছে।’
গত শুক্রবার (২৭ মে) পারস্য উপসাগর থেকে গ্রিক ট্যাংকার দুটিকে আটক করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর আগে গ্রিক উপকূলে ইরানের একটি ট্যাংকার থেকে তেল বাজেয়াপ্ত করেছিল যুক্তরাষ্ট্র। সেই পরিপ্রেক্ষিতে এথেন্সের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। এরপরই ট্যাংকার দুটিকে আটক করা হলো।