সদ্য সমাপ্ত অর্থবছরে (২০২১-২২) চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৫৫ হাজার একক কনটেইনার হ্যান্ডলিং করেছে। আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশের বেশি। পণ্য হ্যান্ডলিংয়েও প্রবৃদ্ধি ধরে রেখেছে বন্দর। গত অর্থবছরে মোট পণ্য হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮১ লাখ টন। পণ্য হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪ শতাংশ।
কর্তৃপক্ষ বলছে, গত অর্থবছরে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ছিল। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের জটের প্রভাবও পড়েছিল। এরপরও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা সচল ছিল। তাতে সবার সম্মিলিত প্রচেষ্টায় কনটেইনার ও পণ্য হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
দেশে কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশই আনা-নেওয়া হয় চট্টগ্রাম বন্দর দিয়ে।