ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব মধ্যপ্রাচ্যের বন্দরগুলোর

বিশ্বব্যাংক ও এসঅ্যান্ডপির সূচক

ব্যবস্থাপনার দিক থেকে বিশ্বের শীর্ষ পাঁচ সমুদ্রবন্দরের মধ্যে চারটিরই অবস্থান মধ্যপ্রাচ্যে। সম্প্রতি বিশ্বব্যাংক ও এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তৈরি করা একটি সূচকে এমন চিত্র দেখা গেছে।

৩৭০টি বন্দরকে নিয়ে তৈরি করা কনটেইনার পোর্ট পারফরম্যান্স ইনডেক্সের (সিপিপিআই) প্রথম তিনটি অবস্থানে রয়েছে যথাক্রমে সৌদি আরবের কিং আবদুল্লাহ পোর্ট, ওমানের পোর্ট সালালাহ ও কাতারের হামাদ পোর্ট। পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) খলিফা পোর্ট। এদিকে শীর্ষ পাঁচে জায়গা করে নিতে না পারলেও শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে সৌদি আরবের জেদ্দাহ ইসলামিক পোর্ট।

২০২১ সালের পারফরম্যান্স বিবেচনায় সূচকটিতে বিশ্বের সেরা সমুদ্রবন্দরের মর্যাদা পাওয়া কিং আবদুল্লাহ পোর্টে প্রতি ঘণ্টায় ৯৭ টিইইউ কনটেইনার খালাস হয়।

মধ্যপ্রাচ্যের বন্দরগুলোর পাশাপাশি সূচকে পূর্ব এশিয়ার বন্দরগুলোও ভালো অবস্থানে রয়েছে। মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ সফলতার পরিচয় দিয়েছে চীনা বন্দরগুলো। শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে চীনের সাংহাই, নিংবো ও গুয়াংজু বন্দর। এর আগের সূচকে শীর্ষ স্থানে থাকা জাপানের ইয়োকোহামা বন্দর এবার দশম অবস্থানে নেমে গেছে। উত্তর আমেরিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বন্দর। তারপর রয়েছে মিয়ামি ও কানাডার পোর্ট অব হ্যালিফ্যাক্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here