৫০ লাখ ডলারের বেশি আমদানিতে আগাম তথ্য দিতে হবে

এখন থেকে ৫০ লাখ ডলার বা এর বেশি মূল্যের কোনো পণ্য আমদানির এলসি খোলার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে সংশ্নিষ্ট আমদানি সম্পর্কিত তথ্য আমদানি ইনভয়েস বা ক্রয় চুক্তির তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমসে (ওআইএমএস) প্রদান করতে হবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সার্কুলার জারি করে অথরাইজড ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রতি এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ। সার্কুলারে বলা হয়েছে, সরকারি আমদানি ব্যতীত অন্য যে কোনো ৫০ লাখ ডলার বা এর বেশি মূল্যের পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্নিষ্ট এডি ব্যাংক ওআইএমএসে ওই আমদানি-সংক্রান্ত তথ্য এলসি খোলার ২৪ ঘণ্টা আগেই প্রদান করতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি তেল, এলপি গ্যাসহ সব ধরনের ভোগ্য পণ্যের বাজারদর বেড়েছে। সঙ্গে বেড়েছে পরিবহন খরচও। এ কারণে সব ধরনের আমদানিতে খরচ বেড়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। দুই বছর পর গত সপ্তাহেই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

অপ্রয়োজনীয় বা বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করে মূল্যবান ডলার খরচ কমাতে চায় সরকার। এ জন্য কিছু পণ্যের আমদানি শুল্ক্ক বাড়ানো হয়েছে। আমদানি পর্যায়ে মনিটরিং বাড়ানোর অংশ হিসেবে এ সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here