বাংলাদেশ-ভারতের মধ্যে চতুর্থ আন্তঃদেশীয় ট্রেন চালুর প্রস্তাব

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাথে সৌজন্য সাক্ষাত করেন

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে তিনটি আন্তঃদেশীয় ট্রেন চলাচল করছে। এগুলো হলো- ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতার মধ্যে বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলছে মিতালী এক্সপ্রেস।

দেশদুটির মধ্যে আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সোমবার (১৮ জুলাই) রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সৌজন্য সাক্ষাতে এ ট্রেনটি চালানোর প্রস্তাব দেন তিনি। সেক্ষেত্রে বাংলাদেশ-ভারত চতুর্থ আন্তঃদেশীয় ট্রেনটির সম্ভাব্য রুট হতে পারে ঢাকা থেকে দর্শনা হয়ে কলকাতা পর্যন্ত।

ভারতীয় হাইকমিশনার বলেন, যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা-কলকাতার মধ্যে দর্শনা হয়ে আরো একটি ট্রেন চালানো যেতে পারে। আলোচনায় রেলপথ মন্ত্রী নেপাল এবং ভুটানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে জোর দেন। সে ক্ষেত্রে চিলাহাটি-হলদিবাড়ি রুটকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি।

রেলমন্ত্রী ভারতীয় অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে বিক্রম দোরাইস্বামীর সঙ্গে আলোচনা করেন। ঢাকা থেকে কক্সবাজারে চালানোর জন্য উন্নত মানের টুরিস্ট কোচ আমদানির আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, লাইন অফ ক্রেডিটের আওতায় কোচের পাশাপাশি ইঞ্জিন এবং লাগেজ ভ্যান কিনতে চায় বাংলাদেশ রেলওয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here