আগামী দশকের মধ্যে একটি শক্তিশালী ডি৮ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সফল ডি৮-এর জন্য গুরুত্বপূর্ণ হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) বাস্তবায়ন। এটি আমাদের ব্যবসার সম্ভাবনা এবং সুযোগগুলো ত্বরান্বিত করতে সাহায্য করবে। আগামী দশকে আমাদের লক্ষ্য হওয়া উচিত ১২৯ বিলিয়ন ডলার থেকে ডি৮ দেশগুলোর মধ্যকার বাণিজ্য দ্বিগুণ করা। আমরা যদি এখনই এ প্রক্রিয়া শুরু করি, তাহলে এ সময়ের মধ্যে একটি শক্তিশালী ডি৮ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অর্থনৈতিক সহযোগিতামূলক আন্তর্জাতিক জোট ডি৮-এর মন্ত্রী পর্যায়ের ২০তম অধিবেশনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, কভিড-১৯, যুদ্ধ, খাদ্য ও জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগে বিশ্ব এক কঠিন সময় পার করছে। এ অবস্থায় আমাদের বহুপক্ষীয় সহযোগিতা আরো জোরদার এবং অন্য যেকোনো সময়ের চেয়ে বৈশ্বিক একাত্মতায় বেশি মনোযোগী হওয়া উচিত। অর্থনীতির ওপর করোনা মহামারীর প্রভাব প্রশমিত করতে এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির হার ধরে রাখতে বাংলাদেশে আমরা ব্যাপক ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত আমরা ২ হাজার ৩০০ কোটি ডলারের ২৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা আমাদের জিডিপির ৬ দশমিক ৩ শতাংশ। এতে মোট ৬ কোটি ৭৪ লাখ মানুষ এবং ১১৮ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান উপকৃত হয়েছে।
এ সময় পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রথম প্রস্তাবে তিনি বলেন, পিটিএ বাস্তবায়ন একটি সফল ডি৮-এর জন্য গুরুত্বপূর্ণ উপাদান। কারণ দেশগুলোর বড় দেশীয় ও একটি সম্মিলিত বাজার রয়েছে, যা বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা বলেন, আন্তঃডি৮ বাণিজ্য আমাদের ব্যবসার সম্ভাবনা ও সুযোগগুলোকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। আগামী দশকে ১২৯ বিলিয়ন ডলার থেকে আন্তঃডি৮ বাণিজ্য দ্বিগুণ করা আমাদের লক্ষ্য হওয়া উচিত।
দ্বিতীয় প্রস্তাবে শেখ হাসিনা বলেন, সদস্য দেশগুলোর বিনিয়োগের জন্য বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জায়গা দিতে প্রস্তুত। আমরা যদি এখনই প্রক্রিয়া শুরু করি, তাহলে আগামী দশকের মধ্যে আমাদের একটি শক্তিশালী ডি৮ অর্থনৈতিক অঞ্চল হবে।
তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, আইসিটি এমন একটি ক্ষেত্র যার অপার সম্ভাবনা রয়েছে। ডি৮ দেশগুলোর যুবক সমাজকে শক্তিশালী কর্মশক্তিতে পরিণত করা যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ ৪০ বছরের নিচে এবং আমাদের সাড়ে ছয় লাখ নিবন্ধিত আইটি ফ্রিল্যান্সার রয়েছে।
চতুর্থ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা ও স্থিতিশীল খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ডি৮-এর বৈচিত্র্যময় কৃষি উৎপাদনে মনোনিবেশ করা উচিত।
পঞ্চম ও চূড়ান্ত প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, সব ডি৮ সদস্যরাষ্ট্রকে শক্তির ব্যবহার এবং বিকল্প শক্তির উৎসগুলোর প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ছাড়া ডি৮ বিকল্প শক্তিতে দক্ষতা আছে এমন অন্যান্য দেশকে সম্পৃক্ত করে সক্ষমতা বিকাশের ওপর দৃষ্টি নিবদ্ধ করতে পারে বলেও তিনি প্রস্তাব করেন।