চলতি ২০২২-২৩ করবর্ষের প্রথম মাস জুলাইয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ১৭ হাজার ৫২০ কোটি ৪৫ লাখ টাকা। যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। গত করবর্ষের জুলাই মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৪৪ কোটি ২৫ লাখ টাকা।
খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাবে জুলাইয়ে আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৬ হাজার ৭৬৬ কোটি ৬৮ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ৬ হাজার ২১ কোটি ৬২ লাখ টাকা এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৪ হাজার ৭৩২ কোটি ১৫ লাখ টাকা। তবে এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় কিছুটা পিছিয়ে আছে।
চলতি করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি এবং প্রথম মাস জুলাইয়ের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৫৮৬ কোটি টাকা।