চালের দামে লাগাম টানতে আমদানির ক্ষেত্রে শুল্ক আরও কমছে। রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে চালের ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের কথা জানানো হয়েছে। পাশাপাশি চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
দেশে চালের দাম বাড়তে থাকায় আমদানি উৎসাহিত করতে এর আগেও পদক্ষেপ নিয়েছিল সরকার। গত ২২ জুন এক আদেশে ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল।
নতুন প্রজ্ঞাপন জারি করে ওই আদেশ বাতিল করেছে এনবিআর। ওই আদেশের চেয়ে এবার বাড়তি সুবিধা হিসেবে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেদ্ধ চাল (বয়েলড রাইস) ও আতপ চাল আমদানিতে এ সুবিধা পাবেন ব্যবসায়ীরা।
এ ছাড়া ২২ জুনের আদেশ অনুযায়ী সুবিধা দেওয়া হয়েছিল ৩১ অক্টোবর পর্যন্ত। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানি শুল্ক প্রত্যাহারের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে।