আগস্টে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

দেশে বৈদেশিক মুদ্রা সংকটের দুঃসময়ে আবারো সুসংবাদ দিয়েছেন প্রবাসীরা। চলতি বছরের আগস্টে প্রবাসীরা ২০৩ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ৯৫ টাকা হিসাবে প্রবাসীদের পাঠানো এ অর্থের পরিমাণ ১৯ হাজার ৩৬০ কোটি টাকা। ২০২১ সালের আগস্টে প্রবাসীরা ১৮১ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। সে হিসাবে আগস্টে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬ শতাংশ।

২০২১-২২ অর্থবছরে বড় ধরনের ধাক্কা খেয়েছিল দেশের রেমিট্যান্স প্রবাহ। অর্থবছরটিতে রেমিট্যান্স প্রবাহ ১৫ শতাংশেরও বেশি কমে গিয়েছিল, তবে চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ফিরে এসেছে। জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, যা ২০২১ সালের জুলাইয়ের তুলনায় ১২ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here