দুর্গা উৎসব উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত নয়দিনে ভারতে রপ্তানি হয়েছে ৬০০ টন ইলিশ। নতুন করে দুই দফায় আরো ১০টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে ভারতে ইলিশ রপ্তানি হবে মোট ২ হাজার ৯৫০ টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে রপ্তানির এ আদেশ কার্যকর থাকবে।
বেনাপোল স্থলবন্দরের কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুুবুর রহমান জানান, ৫-১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি হয়েছে ৬০০ টন।
প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৯৪৮ টাকা (ডলারের বিনিময় হার ৯৪ দশমিক ৮০ টাকা হিসাবে)। ভারত ও বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধায় ইলিশের চালান আমদানি-রপ্তানি করছে।