শিপার্স কাউসিল, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক (জিসিএনবি) এবং মেরিটাইম অ্যান্টি-করাপশন নেটওয়ার্কের (এমএসিএন) যৌথ উদ্যোগে মিটিগেটিং করাপশন ফর ইকোনমিক গ্রোথ ইন দ্য মেরিটাইম সেক্টর শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ধানমন্ডির অফিসের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিষয়ের ওপর সূচনা বক্তব্য রাখেন জিসিএনবির নির্বাহী পরিচালক শাহামিন এস জামান। সেমিনারে দুটি পেপার উপস্থাপন করেন মেরিটাইম অ্যান্টি-করাপশন নেটওয়ার্কের প্রকল্প পরিচালক এবং সাবেক ডিজি শিপিং কমডোর সৈয়দ আরিফুল ইসলাম এবং শিপার্স কাউন্সিলের পরিচালক সৈয়দ মো. বখতিয়ার।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত শিপিং খাতের উন্নয়ন, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর করার কাজ এগিয়ে চলছে।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান একেএম আমিনুল মান্নান (খোকন) এবং পরিচালক মো. নুরুচ্ছাফা বাবু, জিয়াউল ইসলাম, আতাউর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি