ইতালিতে নির্মিত সবচেয়ে বড় ক্রুজ শিপ যোগ হচ্ছে প্রিন্সেসের বহরে

কার্নিভাল করপোরেশনের ব্র্যান্ড প্রিন্সেস ক্রুজেসের জন্য নতুন একটি বিশালাকার প্রমোদতরী নির্মাণ করছে ইতালির জাহাজনির্মাতা ফিনক্যান্তিয়েরি। এটি প্রিন্সেসের বহরে সবচেয়ে বড় ও প্রথম এলএনজিচালিত প্রমোদতরী হতে যাচ্ছে। পাশাপাশি এটি ইতালিতে নির্মিত সবচেয়ে বড় এবং ফিনক্যান্তিয়েরির তৈরি অন্যতম প্রথম এলএনজিচালিত ক্রুজ শিপের তকমা পেতে যাচ্ছে।

প্রিন্সেস ক্রুজেসের নতুন এই প্রমোদতরীর নাম সান প্রিন্সেস। তিন বছর আগে এটি নির্মাণের কার্যাদেশ পায় ফিনক্যান্তিয়েরি। ১ লাখ ৭৫ হাজার ৫০০ গ্রস টনের জাহাজটি এমএসসি ক্রুজেসের জন্য ফিনক্যান্তিয়েরি কর্তৃক নির্মাণাধীন ১ লাখ ৬৯ হাজার টনের সিসাইড ইভো ক্লাসের প্রমোদতরীর চেয়েও আকারে বড়।

সান প্রিন্সেসে থাকবে মোট ২ হাজার ১৫৭ স্টেটরুম, যার মধ্যে থাকবে ৫০টি স্যুট ও ১০০টি কানেক্টিং রুম। এর আউটডোর ব্যালকোনির স্পেসও থাকবে বেশি। ১ হাজার ১৩৩ ফুট দীর্ঘ জাহাজটিতে ভ্রমণ করতে পারবেন ৪ হাজার ৩০০ যাত্রী।

এ নিয়ে সান প্রিন্সেস নামের মোট তিনটি প্রমোদতরী যুক্ত হচ্ছে প্রিন্সেস ক্রুজেসের বহরে। তবে আগের দুটি এখন আর তাদের বহরে নেই। কোম্পানিটি প্রথম সান প্রিন্সেস পেয়েছিল ১৯৭৪ সালে, যেটি তাদের সঙ্গে ছিল ১৯৮৮ সাল পর্যন্ত। দ্বিতীয় জাহাজটি যুক্ত হয় ১৯৯৫ সালে। ফিনক্যান্তিয়েরি নির্মিত প্রমোদতরীটি ২০২০ সালে বিক্রি করে দেয় মূল কোম্পানি কার্নিভাল করপোরেশন। বর্তমানে প্রিন্সেস ক্রুজেসের বহরে মোট ১৫টি প্রমোদতরী রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here