চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে লাইটারেজ জাহাজ থেকে লোহার স্ক্র্যাপ চুরির সময় ১২ জনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। বুধবার রাতে সদরঘাট নৌ থানার টহল পুলিশ কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে জাহাজ এমভি টিটু-৭ থেকে জাহাজের স্ক্র্যাপ চুরির দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার ২৫০ কেজি আমদানি করা স্ক্র্যাপ, ওয়্যার সিল কাটার যন্ত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।