মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

দেশে মূল্যস্ফীতি কমাতে রেপো রেট বা নীতি সুদহার দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করলে আগে ৫ দশমিক ৫০ শতাংশ সুদ দিতে হতো, এখন দিতে হবে ৫ দশমিক ৭৫ শতাংশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতিতে নগদ তারল্যের জোগান দিতেই এ মুদ্রানীতি বাস্তবায়ন করা হয়। এ নির্দেশনা কার্যকর হবে আগামী ২ অক্টোবর থেকে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ওভারনাইট রেপো সুদহার আগের চেয়ে দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে রেপো তথা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেয়া ধারের বিপরীতে সুদ দিতে হবে ৫ দশমিক ৭৫ শতাংশ। রেপোর মাধ্যমে সাধারণত একদিনের জন্য অর্থ ধার বা জমা রাখা হয়। তবে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ২৭ জুন অনুষ্ঠিত এমপিসির ৫৫তম সভায় রেপোর সুদহার ৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছিল। তারও এক মাস আগে ২৯ মে রেপো সুদহার ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here