দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সমুদ্র পরিবহন কোম্পানি এইচএমএমে থাকা নিজেদের শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক-এমন একটি জনশ্রুতি চলে আসছে গত বছর থেকে। সম্প্রতি এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির সমুদ্র ও মৎস্যসম্পদ বিষয়ক মন্ত্রী চো সেউং-হুয়ান। তিনি বলেন, এইচএমএমের শেয়ার এখনই বিক্রি করে দেওয়ার কথা ভাবছে না সরকার।
কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক হলো একটি রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান। ২০১৬ সালে তারা এবং আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোরিয়া ওশান বিজনেস করপোরেশন মিলে তৎকালীন হুন্দাই মার্চেন্ট মেরিন নামে পরিচিত কোম্পানিটির আউটস্ট্যান্ডিং শেয়ারের ৪০ শতাংশ কিনে নেয়। এছাড়া প্রতিষ্ঠান দুটির নামে কিছু ওয়ারেন্ট ও কনভার্টিবল বন্ডও ইস্যু করা রয়েছে। এগুলো শেয়ারে রূপান্তরিত হলে দুটি ব্যাংকের মাধ্যমে এইচএমএমে সরকারের মোট মালিকানা দাঁড়াবে ৭০ শতাংশের বেশি।
এইচএমএম থেকে সরকারের বিনিয়োগ প্রত্যাহারের জনশ্রুতি আরও জোরাল হয়েছে সাম্প্রতিক সময়ের দুটি ঘটনাপ্রবাহ থেকে। দেড় মাস আগে চো সেউং-হুয়ান বলেছিলেন, এইচএমএম এখন মুনাফার ধারায় ফিরেছে। এ কারণে কোম্পানিটিতে আর সরকারি বিনিয়োগের প্রয়োজন নেই। এদিকে সম্প্রতি দাইয়ু শিপবিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে (ডিএসএমই) থাকা রাষ্ট্রীয় বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার।
তবে আজ (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দাইয়ু শিপবিল্ডিংয়ের মতো এইচএমএমকেও বিক্রি করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা এখনো তৈরি হয়নি। অর্থাৎ এইচএমএমের শেয়ার ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত সরকার নেয়নি।
সম্প্রতি কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক জানায়, ডিএসএমইর শেয়ার বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে হানওহা গ্রুপের কাছ থেকে ৪৯ দশমিক ৩ শতাংশ শেয়ারের জন্য ১৪০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়। অবশ্য কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ডিএসএমইর সব শেয়ার ছেড়ে দিচ্ছে না। ২৮ দশমিক ২ শতাংশ শেয়ারের মালিকানা ধরে রাখবে তারা। ব্যাংকটি এরই মধ্যে শেয়ার বিক্রির দরপ্রস্তাব নিতে শুরু করেছে। কয়েক সপ্তাহের মধ্যেই তারা ক্রেতা চূড়ান্ত করবে।