বেজার ৫০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন ২০ নভেম্বর

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অধীন অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প কারখানা ও অবকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী এসব শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই দিনের অনুষ্ঠান স্থগিত করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে চারটি শিল্পের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন হবে। শ্রীহট্ট ইজেডে উদ্বোধন হচ্ছে ডাবল গ্লেজিংয়ের কারখানা। এ ছাড়া বেসরকারি ইজেডে আরও ৯টি শিল্প ইউনিটের উৎপাদন শুরু হচ্ছে।

এ ছাড়াও ২৯টি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বঙ্গবন্ধু শিল্প নগর, জামালপুর ও শ্রীহট্ট ইজেড এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন, বঙ্গবন্ধু শিল্পনগরের ২০ কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা স্মরণি, ২৩০ কেভি গ্রিড লাইন এবং সাব-স্টেশনের বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here