শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষের (এসএলপিএ) চেয়ারম্যান কেইথ ডি বার্নার্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শনের শুরুতে কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। শ্রীলঙ্কার বন্দর ও টার্মিনালসমূহ একটি কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয়।
মতবিনিময়কালে শ্রীলঙ্কার বন্দরগুলোতে চট্টগ্রাম বন্দর রুটে চলাচলকারী জাহাজের অগ্রাধিকার বার্থিং সুবিধা চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া দুই দেশের মধ্যে নৌযোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
চট্টগ্রাম বন্দর রুটে চলাচলকারী ফিডার জাহাজের উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ রপ্তানি ও আমদানি পণ্য পরিবহনে ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে শ্রীলঙ্কার কলম্বো বন্দর ব্যবহার করে থাকে। এ বন্দরে ফিডার জাহাজ থেকে রপ্তানি পণ্য বড় জাহাজে বোঝাই করে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন গন্তব্যে পরিবহন করা হয়।
শ্রীলঙ্কার প্রতিনিধিদলে ছিলেন এসএলপিএ’র ব্যবস্থাপনা পরিচালক উপল জয়াটিসসা, পরিচালক (অপারেশন) লাল উইরাসিঙ্গে, পরিচালক (মার্কেটিং ও মিডিয়া) কে জি সরথ দয়ানন্দসহ শ্রীলঙ্কার বিভিন্ন টার্মিনালের পাঁচ শীর্ষ কর্মকর্তা।