বিনিয়োগ বিকাশে একসাথে কাজ করবে বিডা ও ব্রীজ টু বাংলাদেশ

বিনিয়োগ বিকাশে একসাথে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ব্রীজ টু বাংলাদেশ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত এক যুগে পুরোপুরি পাল্টে গিয়েছে বাংলাদেশ। দেশ এখন উন্নয়নের রোল মডেল। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, মাথাপিছু আয়, রাজনৈতিক স্থিরতা—প্রতিটি সেক্টরে অভূতপূর্ণ উন্নয়ন বাংলাদেশকে এখন বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করেছে। তাছাড়া আমাদের রয়েছে বিশাল ডমেস্টিক মার্কেট এবং তারুণ্য শক্তি, যা বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত।

তিনি আরো বলেন, বিডা ও ব্রীজ টু বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বহির্বিশ্বে বিশেষ করে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোয় ব্র্যান্ড বাংলাদেশের প্রচার এবং বাংলাদেশে বিনিয়োগ সুবিধাগুলো তুলে ধরা আরো সহজ হবে। এর মধ্য দিয়ে দেশে আরো বেশি বিদেশী বিনিয়োগ আসবে।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মতিউর রহমান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিনিয়োগ বিকাশের গতি আরো বাড়বে এবং বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগের অর্থ পাঠানো বেশি সহজ হবে।

ব্রীজ টু বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী শন বলেন, ‘বিডার সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এখন থেকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে রোড শো আয়োজনসহ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরা ও বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করব। এরই মধ্যে আমরা এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি।’

অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য মো. মতিউর রহমান (অতিরিক্ত সচিব) ও ব্রীজ টু বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী শন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here