দক্ষিণ কোরিয়ার দাইয়ু শিপবিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং অধিগ্রহণে অনুমোদনের জন্য হানওয়া গ্রুপের দাখিল করা আবেদন পর্যালোচনা করে দেখছে সিঙ্গাপুরের কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন। তারা মনে করছে, এই অধিগ্রহণের ফলে সিঙ্গাপুরের জাহাজনির্মাণ খাতের প্রতিযোগিতামূলক পরিবেশে সামান্য হলেও প্রভাব পড়বে।
দাইয়ুর ৪৯ দশমিক ৩৩ শতাংশ মালিকানা কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে হানওয়ার। অবশ্য এই অধিগ্রহণ প্রক্রিয়ায় অনাপত্তিপত্র প্রাপ্তির জন্য হানওয়াকে সিঙ্গাপুরের প্রতিযোগিতা নিয়ন্ত্রক কমিশনের কাছে একটি আবেদনপত্র জমা দিতে হয়েছে। কারণ সিঙ্গাপুরে ব্যবসা রয়েছে হানওয়ার।
গত ১৬ জানুয়ারি এই আবেদনপত্র জমা দেয় হানওয়া। এর মাস খানেক আগে দাইয়ুর শেয়ার কেনার বিষয়ে কোম্পানিটির সিংহভাগ শেয়ারের মালিক কোরিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে একটি চুক্তিও সম্পন্ন করেছে তারা। তবে অধিগ্রহণ চূড়ান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সবুজ সংকেত পেতে হবে তাদের।