ভারতীয় এলওসি প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ

ভারতীয় লাইন অফ ক্রেডিট (এলওসি) প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে বাংলাদেশ ও ভারত আলোচনা করেছে। মঙ্গলবার রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত ভারতীয় এলওসির অধীনে প্রকল্পগুলো পর্যালোচনা করার জন্য উচ্চ-পর্যায়ের প্রকল্প পর্যবেক্ষণ কমিটির তৃতীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

ইআরডি সচিব শরিফা খান এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার যৌথ সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) বিশেষ সচিব (ইআর এবং ডিপিএ) প্রভাত কুমার।

এলওসি অংশীদারিত্বের অধীনে ভারত মোট ৭ দশমিক ৩৬২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছিল। প্রায় ২ বিলিয়ন ডলারের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে প্রায় ১ দশমিক ৩৪৪ বিলিয়ন ডলার ইতিমধ্যে ছাড় দেওয়া হয়েছে। আজ ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ভারতীয় এলওসি চুক্তির অধীনে উল্লেখযোগ্য অগ্রগতিতে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here