ফ্রেইট রেট আরও ১৫-২০% কমে যেতে পারে : ডিপি ওয়ার্ল্ড

চলতি বছর সমুদ্রপথে পণ্য পরিবহনের ভাড়া আরও ১৫-২০ শতাংশ কমে যাবে বলে ধারণা করছে ডিপি ওয়ার্ল্ড। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে এক সাক্ষাৎকারে দুবাইভিত্তিক লজিস্টিকস কোম্পানিটির প্রধান নির্বাহী যুবরাজ নারায়ণ এ কথা জানান।

তিনি বলেন, মূলত চাহিদার পতনের কারণেই জাহাজে পণ্য পরিবহনের ভাড়া কমে যাবে। চাহিদা কমে যাওয়ার লক্ষণ এরই মধ্যে প্রকাশ পেয়েছে। কিছু শিপিং রুটে এরই মধ্যে ফ্রেইট রেট কমতে দেখা গেছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো কিছু আন্তর্জাতিক সংস্থা প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে ফ্রেইট রেট কমে যাওয়া অনেকটাই সুনিশ্চিত। যুবরাজ আরও বলেন, চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ উৎপাদক ও ক্রেতা দেশগুলোর বহুমুখী সংকট এই নিম্নমুখী প্রবণতার বড় কারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here