সাইবার ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করতে ‘সাইবার হেলথ অ্যানালিসিস রিপোর্ট টুল (চার্ট)’ চালু করেছে ব্যুরো ভেরিটাস।
চার্ট জাহাজের ডিজিটাল আর্কিটেকচার, দুর্বল দিক এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলায় জাহাজ কতটা প্রস্তুত সে বিষয়ে জাহাজ মালিকদের ধারণা প্রদান করবে। জাহাজের যন্ত্রপাতি, নেটওয়ার্ক, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তঃসংযোগগুলো আইএসিএস, ফ্ল্যাগস্টেটের সাম্প্রতিক নিয়মনীতি এবং সাইবার নিরাপত্তার আদর্শমান মেনে চলছে কিনা এবং জাহাজ মালিক এ বিষয়ে ওয়াকিবহাল আছে কিনা তা পরীক্ষা করে দেখবে চার্ট।