প্রতিনিয়ত জোয়ারের কারণে সৃষ্ট বন্যার সাথে যুঝতে থাকা ভেনিস নগরী সম্প্রতি এক বিপরীতমুখী সমস্যার সম্মুখীন হয়। ভাটার সময় পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে যাওয়ায় ভেনিসজুড়ে ব্যাহত হয় যান চলাচল।
ভূমধ্যসাগরের ওপর বিদ্যমান অ্যান্টিসাইক্লোন বায়ুপ্রবাহ, ভাটা এবং স্রোতের সম্মিলিত প্রভাবে ভেনিসের খালগুলোর পানি স্বাভাবিকের চেয়ে ২৬ ইঞ্চি নিচে নেমে যায়। পনের বছরের মধ্যে এই প্রথম পানির স্তর এতটা নিচে নেমে যাওয়ায় এবং দীর্ঘ সময় এই অবস্থা বিরাজ করায় জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়। যাত্রীবাহী নৌকা, ওয়াটার এম্বুলেন্স চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি নানা লজিস্টিক সমস্যা দেখা দেয়।
আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক সময়ে ইউরোপের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসায় বিশেষত উচ্চমাত্রার বায়ুচাপের কারণে এ ঘটনা ঘটেছে।