উপকূলীয় নৌপরিবহন খাতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারত সরকার।
সাম্প্রতিক বাজেটের বরাদ্দ অনুযায়ী, পূর্ব ও পশ্চিম উপকূলজুড়ে যাত্রী ও মালবাহী নৌচলাচল বৃদ্ধিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল অনুসরণ করবে ভারত। উপকূলীয় নৌপরিবহনের ক্ষেত্রে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং ব্যবহার করে স্বল্প-ব্যয়ের, জ্বালানি-সাশ্রয়ী সিস্টেম তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। উপকূলীয় জলপথে নৌচলাচলের লজিস্টিক খরচ কম এবং এই রুটের নৌযানগুলো তুলনামূলক পরিবেশবান্ধব। যে কারণে অভ্যন্তরীণ পণ্য পরিবহনের জন্য নৌপথই সবচেয়ে উপযুক্ত।
নৌপরিবহনের পরিমাণ বাড়াতে ১০ বছর মেয়াদি মেরিটাইম ইন্ডিয়া ভিশন ২০৩০ রোডম্যাপ করা হয়েছে। সে সঙ্গে রোরো এবং ফেরি সার্ভিসে কন্ট্রাক্টস অর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স চুক্তির ভিত্তিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ আহ্বান করেছে ভারত সরকার।