চলতি মাস থেকে বার্থিং কার্যক্রম শুরু করবে ভারতের সবচেয়ে গভীর বন্দর ভিরেন্নম।
আদানি পোর্ট কেরালার এই ভিরেন্নম বন্দরের নির্মাণের দায়িত্বে রয়েছে। রাজ্যটির বন্দরমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে ভিরেন্নম বন্দরের বার্থিং কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। আশা করা যাচ্ছে, ২০২৩ সালের ভেতর বন্দরের প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ভারতের ট্রান্সশিপমেন্টের ৮০ শতাংশ ভিরেন্নম বন্দরে ট্রানজিট করবে।