ব্রাজিলে বন্দর সংস্কারে ১০০ কোটি ডলার ব্যয় করবে এপিএম টার্মিনালস

ব্রাজিলে কয়েকটি বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে ডেনিশ শিপিং জায়ান্ট মায়েরস্কের সাবসিডিয়ারি টার্মিনাল অপারেটর এপিএম টার্মিনালস। আগামী তিন বছরে এই বিনিয়োগ সম্পন্ন করা হবে।

ব্রাজিলের এসব বন্দরের মধ্যে রয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় বন্দর সান্তোস, উত্তরাঞ্চলীয় বন্দর সুয়াপে। এছাড়া আরও তিনটি বন্দর টার্মিনাল এবং উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব ব্রাজিলে থাকা নিজেদের অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলোর উন্নয়নেও বিনিয়োগ করবে এপিএম।

কোম্পানিটি জানিয়েছে, মোট বিনিয়োগের প্রায় এক-তৃতীয়াংশ (৩২ কোটি ডলার) ব্যয় করা হবে সুয়াপে বন্দরে একটি নতুন টার্মিনালের প্রথম পর্যায়ের নির্মাণকাজে। এছাড়া সান্তোস পোর্টে তাদের পরিচালনাধীন একটি টার্মিনালের সংস্কার কাজে ব্যয় হবে ৩১ কোটি ডলার। এই টার্মিনালটি পরিচালনায় এপিএমের সঙ্গে অংশীদারিত্বে রয়েছে মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) সাবসিডিয়ারি টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেড (টিআইএল)।

এই দুটি বন্দর ছাড়াও তিনটি টার্মিনাল ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলোর উন্নয়নে ৪০ কোটি ডলারের বেশি ব্যয় করবে এপিএম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here