টানা আট মাস দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে পতন

চলতি বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার রপ্তানি দাঁড়িয়েছে ৫ হাজার ২২৪ কোটি, যা বছরওয়ারি ১৫ দশমিক ২ শতাংশ কম। এ নিয়ে টানা আট মাস রপ্তানিতে পতন দেখল দেশটি।

কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ব অর্থনীতিতে চলমান মন্দাভাব ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশটির সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি পণ্যের রপ্তানি কমেছে, যা সার্বিক রপ্তানির পতনে নিয়ামক ভূমিকা রেখেছে।

রপ্তানির পাশাপাশি মে মাসে কোরিয়ার আমদানিও কমেছে। গত মাসে দেশটির আমদানি ছিল ৫ হাজার ৪৩৪ কোটি ডলার, যা বছরওয়ারি ১৪ শতাংশ কম। মন্ত্রণালয় বলছে, জ্বালানি আমদানি ২০ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ায় সার্বিক আমদানি কমেছে।

আলোচ্য সময়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ঘাটতি ছিল ২১০ কোটি ডলার। ১৯৯৭ সালের পর এই প্রথম টানা ১৫ মাস বাণিজ্য ঘাটতি দেখল দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here