চলতি দশকের শেষ নাগাদ নিজেদের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ নবায়নযোগ্য উৎসের মাধ্যমে উৎপাদনের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইতালি। দেশটি ২০৩০ সালের শেষ নাগাদ ৬৫ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করবে। আগে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৫ শতাংশ।
ইতালি বিদ্যুৎ উৎপাদন, আবাসন, পরিবহনসহ সামগ্রিক জ্বালানি ও বিদ্যুৎ খাতের ৪০ শতাংশ নবায়নযোগ্য উৎসের মাধ্যমে পূরণের লক্ষ্য ঠিক করেছে। পুরনো পরিকল্পনায় এ লক্ষ্যমাত্রা ছিল ৩০ শতাংশ।
ইউরোপীয় কমিশন তাদের ফিট-ফর-৫৫ প্যাকেজ ও নবায়নযোগ্য পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এর প্রতিটি সদস্য রাষ্ট্রকে জলবায়ু মোকাবিলায় সংশোধিত জ্বালানি পরিকল্পনা ঘোষণার আহŸান জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইতালি এরই মধ্যে তাদের সংশোধিত পরিকল্পনাটি ইউরোপিয়ান কমিশনের কাছে পাঠিয়েছে। ২০২৪ সালের জুন পর্যন্ত এটি পর্যালোচনা ও অনুমোদনের জন্য সময় রয়েছে।