তাইওয়ান উপকূলে কনটেইনার জাহাজ ডুবে গেছে, ক্রুরা নিরাপদে উদ্ধার

তাইওয়ানের কাওসিউং বন্দর উপকূলে নোঙ্গর করে থাকা অবস্থায় একপাশে কাত হয়ে যাওয়া কনটেইনার জাহাজ অ্যাঞ্জেল শেষ পর্যন্ত ডুবে গেছে। স্যালভেজ টিম জাহাজটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করলেও শুক্রবার (২১ জুলাই) সকালের দিকে সেটি ডুবে যায়। এতে জাহাজটিতে থাকা ১ হাজার ৩০০-এর বেশি খালি কনটেইনার সাগরের ব্যস্ত চ্যানেলে ছড়িয়ে পড়েছে।

কাওসিউং বন্দর কর্তৃপক্ষ আগের দিনই বন্দর চ্যানেলের একটি প্রবেশমুখ বন্ধ ঘোষণা করেছিল। শুক্রবার তারা বাধ্য হয়ে দ্বিতীয় প্রবেশমুখও বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ছড়িয়ে পড়া কনটেইনারগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

পালাউয়ে নিবন্ধিত ২১ বছর বয়সী কনটেইনার জাহাজটি চীনের দালিয়ান থেকে রওনা করে ৪ জুলাই সেটি তাইওয়ান পৌঁছে এবং কাওসিউং হারবার থেকে ২ দশমিক ৮ নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করে ছিল।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে অ্যাঞ্জেলের মাস্টার কাওসিউং হারবার ব্যুরোর কাছে একটি সাহায্যবার্তা পাঠায়, যেটিতে বলা হয় যে জাহাজটি বামপাশে প্রায় ৮ থেকে ৯ ডিগ্রি কৌণিকভাবে কাত হয়ে পড়েছে, অন্তত ছয়টি কনটেইনার জাহাজ থেকে পানিতে পড়ে গিয়েছে এবং জাহাজের হালে পানি প্রবেশ করতে শুরু করেছে।

জাহাজটির হালে একটি ফাটল তৈরি হয়েছে বলে কিছু প্রতিবেদনে জানানো হয়। দুর্ঘটনার সময় জাহাজটির কনটেইনারগুলো খালি ছিল এবং এটি পণ্য বোঝায়ের জন্য অপেক্ষমান ছিল বলে জানা গেছে।

৫৬৪ ফুট দীর্ঘ জাহাজ অ্যাঞ্জেলে প্রায় ৫০০ টন লো সালফার ফুয়েল ও লাইট ডিজেল ভর্তি ছিল। তেল ছড়িয়ে পড়া প্রতিরোধের লক্ষ্যে কর্তৃপক্ষ জাহাজটির চারিদিকে দুটি কনটেইনমেন্ট বুম স্থাপনের উদ্যোগ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here