সাবমেরিন ক্যাবল স্থাপনের বিশেষায়িত জাহাজ হস্তান্তর করেছে কলম্বো ডকইয়ার্ড

সাগরের তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহারের জন্য নতুন একটি জাহাজ পেতে যাচ্ছে ফ্রান্সের অরেঞ্জ মেরিন। এটি নির্মাণ করেছে শ্রীলংকার কলম্বো ডকইয়ার্ড। সম্প্রতি জাহাজটি শ্রীলংকার ইয়ার্ড থেকে ফ্রান্সের পথে রওনা হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আগস্টের মাঝামাঝি সময়েই ফ্রান্সে পৌঁছনোর কথা রয়েছে এটির।

অনন্য এই জাহাজটির নাম সোফি জারমেইন। এর নকশার কাজটি করেছে নরওয়েভিত্তিক বিশেষায়িত জাহাজের নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ভার্ড। টেলিযোগাযোগ খাতে ফাইবার অপটিক ও অফশোর উইন্ড খাতে ইন্টার-অ্যারে পাওয়ার উভয় ধরনের সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য বিশেষ সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে সোফি জারমেইনে।

জাহাজটির দৈর্ঘ্য ৩২৮ ফুট। প্রস্থ প্রায় ৬২ ফুট। ১ হাজার ৮০০ ডেডওয়েট টনের জাহাজটি ঘণ্টায় ১৪ দশমিক ৫ নটিক্যাল মাইল পর্যন্ত গতিতে ছুটতে সক্ষম। ফাইবার অপটিক ও পাওয়ার ক্যাবল পরিবহনের জন্য এতে রয়েছে তিনটি ক্যাবল ট্যাংক। সংশ্লিষ্ট ক্যাটাগরির অন্যতম বৃহৎ ও অত্যাধুনিক জাহাজ সোফি জারমেইনে হাইব্রিড প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here