বহরে থাকা জাহাজের সংখ্যা ও সম্পত্তির মূল্য পর্যালোচনা করে সম্প্রতি জাহাজ মালিকানায় বিশ্বের শীর্ষ দশ দেশের তালিকা প্রকাশ করেছে ভেসেলভ্যালু। বরাবরের মতো জাপান, চীন ও গ্রিস তালিকার শীর্ষস্থান ধরে রাখলেও ছন্দপতন ঘটেছে জার্মানির। অন্যদিকে প্রথমবারের মতো তালিকায় স্থান করে নিয়েছে হংকং।
২০ হাজার ৬৩০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে তালিকায় নেতৃত্ব দিচ্ছে জাপান। ট্যাংকার খাতে ১০০টি জাহাজ যুক্ত করায় জাপানি নৌবহরের মোট মূল্য ১৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২টি এলএনজি, ৩৪৪টি এলপিজি ও ৩৩৪টি ভেহিকল ক্যারিয়ার নিয়ে এই তিন খাতে জাহাজের সংখ্যা ও সম্পদের মূল্যমানে এগিয়ে আছে জাপান।
অন্যদিকে বর্তমানে ২০ হাজার ৪০০ কোটি ডলার মূল্যমানের ৬ হাজার ৮৪টি জাহাজ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন। ট্যাংকার ও কনটেইনার জাহাজ খাতে শীর্ষে থাকা চীন বর্তমানে ১ হাজার ৫৭৬টি ট্যাংকার এবং ১ হাজার ১১টি কনটেইনার জাহাজের মালিক। মালিকানাধীন জাহাজের সংখ্যা ও সম্পদের মূল্যের দিক দিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রিস। বর্তমানে গ্রিক ট্যাংকার ফ্লিটের মূল্যমান ৬ হাজার ৯৫০ কোটি ডলার। তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার জাহাজের মূল্যমান যথাক্রমে ৯ হাজার ৯৯০ কোটি, ৮ হাজার ৫৭০ কোটি ও ৬ হাজার ৭০০ কোটি ডলার। বহরে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নরওয়ে সপ্তম ও যুক্তরাজ্য অষ্টম স্থানে পৌঁছলেও তালিকায় পিছিয়েছে নবম স্থানে থাকা জার্মানি। অন্যদিকে নতুন দেশ হিসেবে শীর্ষ দশ দেশের তালিকায় যুক্ত হয়েছে হংকং।