চট্টগ্রাম বন্দর থেকে ১০০ কোটি টাকা পৌরকর পেলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পৌরকর বাবদ সর্বোচ্চ ১০০ কোটি টাকা পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ১০০ কোটি টাকার চেক তুলে দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মুনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) আহমেদ আমিন আবদুল্লাহ, সচিব মো. ওমর ফারুক এবং চসিকের পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।

মেয়র ও বন্দর চেয়ারম্যান বন্দরের যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। বন্দর চেয়ারম্যানের অনুরোধে মেয়র বন্দরকেন্দ্রিক ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে নির্দেশনা দেন। মেয়র জানান, বন্দরকে সচল রাখতে চসিক সব ধরনের সহায়তা দিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here