ডিজিটাল ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রাম বন্দর ও ইস্টার্ন ব্যাংকের চুক্তি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে একটি কৌশলগত এমওইউ স্বাক্ষর করেছে ইস্টার্ণ ব্যাংক। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা দিবে ইস্টার্ণ ব্যাংক। সম্প্রতি এই এমওইউ স্বাক্ষর হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ইস্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর ফলে সুরক্ষিত, আধুনিক এবং ঝামেলাহীন ডিজিটাল পেমেন্ট এবং কালেকশন ব্যবস্থার মাধ্যমে বন্দরের আর্থিক লেনদেন দক্ষতা বৃদ্ধি পাবে। ইবিএল এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে একটি সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেম প্রবর্তন করবে যার ফলে আর্থিক লেনদেন আরও সহজতর হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, একটি অধিকতর স্মার্ট এবং দক্ষ বন্দর তৈরির লক্ষ্যে আমাদের ভিশন অর্জনে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রবর্তন একটি গুরুত্বেপূর্ণ পদক্ষেপ। ইস্টার্ন ব্যাংকের সঙ্গে সহযোগিতা আমাদেরকে বন্দরের পরিচালন দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং বিশ্বব্যাপী আধুনিক বন্দরের একটি বেঞ্চমার্কও প্রতিষ্ঠিত হবে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আমরা বন্দরের আর্থিক ইকোসিস্টেমে একটি বিপ্লব ঘটাতে চাই। আমরা চট্রগ্রাম বন্দরে সুরক্ষিত ও দক্ষ ডিজিটাল ব্যাংকিং সমাধান চালু করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here