চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের লিজ চুক্তি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রায় ৫ হাজারের অধিক কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়া ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল আল হিদায়াহ স্কুলের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি লিজ চুক্তি করেছে। বন্দরের একটি আধুনিক ভবন আগামী দশ বছরের জন্য মাসিক ভাড়ার ভিত্তিতে স্কুলটিকে দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাই থেকে স্কুলটি তাদের সেশন শুরু করবে। স্কুলটি চালু হলে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরাসহ আশেপাশের এলাকা বিশেষ করে আগ্রাবাদ, হালিশহর, ইপিজেড ও পতেঙ্গার মানুষ উপকৃত হবেন।

সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে অনুষ্ঠিত চুক্তিতে বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান এবং আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান, সদস্য (প্রকৌশল) কমডোর কাউছার রশিদ, সচিব মো. ওমর ফারুক, বিভাগীয় প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here