বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ^জুড়ে প্রতি পাঁচটি জাহাজের এটি চলাচল করে ইইউ সদস্য রাষ্ট্রের পতাকা বহন করে। আর সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ অবদান রয়েছে এ জোটের। কিন্তু ২০২০ সালটা সমুদ্র বাণিজ্যে ইইউর জন্য খুব একটা ভালো যায়নি। করোনা মহামারির কারণে গত বছর ইইউ মেরিটাইম ট্রাফিক কমেছে ১০ দশমিক ২ শতাংশ।
ইউরোপিয়ান মেরিটাইম সেফটি এজেন্সি (ইএমএসএ) একটি পরিসংখ্যানগত পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। পর্যালোচনায় দেখা গেছে, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রুজ শিপ ট্রাফিক। ২০১৯ সালের তুলনায় তা প্রায় ৮৬ শতাংশ কমে গেছে। সে তুলনায় বাল্ক ক্যারিয়ার, কেমিক্যাল ট্যাংকার, কনটেইনার শিপ ও অয়েল ট্যাংকার চলাচলের ওপর আঘাত কিছুটা কমই লেগেছে। গত বছর এ ধরনের জাহাজের ট্রাফিক কমেছে মাত্র ৫ শতাংশ।