২০২৪ নাগাদ জাহাজ ভাঙার সক্ষমতা দ্বিগুণের লক্ষ্য ভারতের

ভারত ২০২৪ সালের মধ্যে শিপ রিসাইক্লিং সক্ষমতা দ্বিগুণে উন্নীতের পরিকল্পনা নিয়েছে। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ভারতে জাহাজ রিসাইক্লিংয়ে জাপান ও ইউরোপীয় দেশগুলোকে আগ্রহী করে তুলতে সরকার বেশকিছু পদক্ষেপ বাস্তবায়ন করছে।

সীতারমন জানান, ২০২৪ সালের মধ্যে রিসাইক্লিং সক্ষমতা ৪৫ লাখ লাইট ডিসপ্লেসমেন্ট টন (এলডিটি) থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হবে। পরিকল্পনাটি সফল হলে দেশটির বিভিন্ন জাহাজ ভাঙা ইয়ার্ডে দেড় লাখ মানুষের কর্মসংস্থান হবে।

দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতোই ভারত জাহাজ ভাঙা ও রিসাইক্লিং শিল্পে প্রতিনিধিত্বকারী অবস্থানে উন্নীত হতে আগ্রহী। এ লক্ষ্য অর্জনে দেশটি ২০১৯ সালে ‘রিসাইক্লিং অব শিপস’ আইন পাস করে। পাশাপাশি বিদেশি জাহাজ আকৃষ্ট করতে দেশটির বেশকিছু জাহাজ ভাঙা ইয়ার্ড ‘হংকং কনভেনশন অন শিপ রিসাইক্লিং-এ সই করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here