চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো খুলছে কাল

ছবি: সংগৃহীত

ভ্যাট কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার পর কাল (বৃহস্পতিবার) থেকে খুলছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ডের ভাটিয়ারিতে মঙ্গলবার (৯ নভেম্বর) চারটি শিপ ব্রেকিং ইয়ার্ডে ভ্যাট কমিশনারেটের অভিযানে ‘সামাজিকভাবে হেয়’ হওয়ার অভিযোগে বুধবার থেকে বিএসবিআরএ অধিভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল সংগঠনটি।

বিএসবিআরএ সহকারী সচিব বলেন, “কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের সঙ্গে বুধবার দুপুরে বিএসবিআরএ নেতাদের বৈঠক হয়েছে। সেখানে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সীতাকুণ্ড উপকূলে বিএসবিআরএ অধিভুক্ত দেড়শ ইয়ার্ড থাকলেও বর্তমানে কাজ চলছিল ৬০টিতে। এসব ইয়ার্ডে প্রায় ২০ হাজারের মতো শ্রমিক কাজ করে।

অভিযান চালানো ইয়ার্ডগুলো হল- ভাটিয়ারি স্টিল, এস এন করপোরেশনের তিনটি ইউনিট, মাহিনুর শিপ ব্রেকিং ইয়ার্ড এবং প্রিমিয়ার ট্রেড কর্পোরেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here