অফশোরে ঝুঁকছে যুক্তরাজ্যের গ্রিড অপারেটর

উত্তর সাগরের উত্তাল জলে বায়ুবিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে আরো সমন্বয়ের উদ্যোগ নিয়েছে ব্রিটেনের বিদ্যুৎ গ্রিড অপারেটর। অফশোর বায়ু শিল্প গড়ে তুলতে সংস্থাটি সরকারের ২ হাজার ৭০০ কোটি ডলারের কর্মসূচি থেকে সহায়তা চেয়েছে।

ন্যাশনাল গ্রিডের নির্বাহীরা ডিসেম্বরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেছে। অফশোরে বেড়ে চলা প্রকল্পগুলো কীভাবে ভূমিতে স্থাপিত নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমানে অফশোর বায়ুবিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিটি আলাদা আলাদা কেবলের মাধ্যমে সংযুক্ত। এ সংযোগগুলো সমন্বয় করা গেলে নতুন অবকাঠামোর জন্য প্রয়োজনীয় ব্যয় অর্ধেকে নেমে আসবে।

অফশোর বায়ুবিদ্যুৎ শিল্প গড়ে তোলা অগ্রগণ্য দেশগুলোর মধ্যে ব্রিটেন একটি। ধারণা করা হচ্ছে, দেশটির উদ্যোগগুলো অন্য দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here