২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে আইবিসি কোড ও মারপল অ্যানেক্স টু সংশোধনী। সংশোধনীগুলোর কারণে ভেসেলগুলোর জন্য নতুন সার্টিফিকেট অব ফিটনেস (সিওএফ) বছরের প্রথম দিনের মধ্যেই ইস্যু করার পাশাপাশি জাহাজে তা সংরক্ষণও করতে হবে।
এমইপিসি (মেরিন এনভায়রনমেন্ট প্রটেকশন কমিটি) ২০১৯ সালে এমইপিসি.৩১৮ রেজল্যুশন পাস করে। ওই রেজল্যুশনের প্রধান লক্ষ্য ছিল বিশাল আকারে (বাল্ক) বিপজ্জনক কেমিক্যাল বহনকারী জাহাজগুলোর নির্মাণ-বিষয়ক আন্তর্জাতিক সনদ বা আইবিসি কোড সংশোধন করা। মূলত এ সনদের আটটি ধারায় এ সংশোধনী কার্যকর হবে। সংশোধনীতে আইবিসি সনদের ১৭ ও ১৮ নং অধ্যায়ে তালিকাভুক্ত দ্রব্যগুলোর শ্রেণিকরণ আরো সমন্বয়পূর্ণ (হারমোনাইজড) করা হয়েছে, যেন ২০০৪ সালের আগে ও পরে মূল্যায়িত দ্রব্যগুলো একই মানদ- অনুসরণ করে।