নতুন কোভিড বিধিনিষেধ থেকে নাবিকদের অব্যাহতির সুপারিশ ইইউর

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন একটি ধরন (স্ট্রেন) ছড়িয়ে পড়লে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো পুনরায় কিছু ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এ বিধিনিষেধ থেকে নাবিকদের অব্যাহতি দেয়ার সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। এদিকে চার্টারাররা তাদের চুক্তির ধারায় নাবিক বদলের সুযোগ না রাখায় আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)-এর তীব্র সমালোচনা করেছে।

করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সংক্রমণ রুখতে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ সম্প্রতি যুক্তরাজ্য থেকে আগত ব্যক্তিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। বিধিনিষেধ জারির পর ইউরোপীয় কমিশন ভ্রমণ ও পরিবহনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণে নতুন করে কিছু সুপারিশ প্রণয়ন করেছে। নতুন সুপারিশগুলো গত ১৩ অক্টোবর প্রকাশিত সুপারিশমালার হালনাগাদ সংস্করণ। এতে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে নাবিকদের অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। এ প্রসঙ্গে জোটটির কমিশনার ফর জাস্টিস ডিডিয়ের রেন্ডার্স বলেন, ‘ভাইরাসের নতুন ধরনের বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ খুবই জরুরি। নতুন সুপারিশমালার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে, বিধিনিষেধগুলো সমন্বিত হোক, যেন নাগরিক ও জরুরি প্রয়োজনে ভ্রমণকারীরা দেশে ফিরে আসার ক্ষেত্রে অব্যাহতি পায়।’

এদিকে আইএমওর মহাসচিব কিতাম লিম চার্টার পক্ষগুলোর চুক্তির ধারায় নাবিক বদলের কোনো সুযোগ না থাকায় এর সমালোচনা করেছেন। তিনি বলেন, এ জাতীয় ধারা এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া নাবিকদের চ্যালেঞ্জিং পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে। পাশাপাশি নাবিক বদলের চলমান সংকট সমাধানে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে, সেগুলোও বাধাগ্রস্ত হবে। আইএমওর পাশাপাশি চার্টারারদের ওই উদ্যোগের বিরোধিতা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here