পরিবেশের সুরক্ষায় দীর্ঘদিনের রোডম্যাপ অনুযায়ী, আইএমও সালফার ক্যাপ পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে বলে কয়েক বছর ধরেই ২০২০ সালের দিকে তাকিয়ে ছিল শিপিং ইন্ডাস্ট্রি। কিন্তু সব জল্পনা-কল্পনা, আশা-দুর্ভাবনা ছাপিয়ে বছরের নায়ক হয়ে থেকেছে কেবল একটি ভাইরাস। ওদিকে মানুষের বিপর্যয়ের বছরে পরিবেশ আর প্রাণিকুল ফিরে পেয়েছে সতেজতা, কার্বন নিঃসরণ কমেছে লক্ষণীয় হারে। সবচেয়ে অন্ধকার সময়ের পেছনেই থাকে নতুন দিনের আলোর রেখা, একথা যেন আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মহামারি।
গা ঝাড়া দিয়ে উঠেছে প্রকৃতি
এক করোনা মহামারি পুরো পৃথিবীকে থামিয়ে দিলেও বছরটি প্রকৃতির গতিকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এ বছর প্রকৃতিতে এমনসব পরিবর্তন দেখা গেছে, যা ছিল পরিবেশবিদদের জন্য অনেকটা অকল্পনীয়। বছরের প্রথম তিন মাসেই পৃথিবীর আকাশে নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন ডাই-অক্সাইডসহ বিষাক্ত উপাদানের পরিমাণ কমে যেতে দেখেন বিজ্ঞানীরা। কার্বন নির্গমন কমানোর জন্য অনেক বছর ধরে বড় বড় পদক্ষেপ দেখা গেছে সারা বিশ্বে। কাজের কাজ তেমন একটা হয়নি। তবে করোনার কারণে এ বছর কার্বন নির্গমন রেকর্ড সংখ্যক কমে গেছে। সংযুক্ত আরব আমিরাতের অ্যাংলিয়া বিশ^বিদ্যালয়ের এক গবেষণার তথ্য অনুযায়ী, আগের বছরের চেয়ে এ বছর কার্বন নির্গমন ৭ শতাংশ কম হয়েছে। বছরের এপ্রিলে দৈনিক কার্বন নির্গমনের হার ছিল সবচেয়ে কম, ১৭ শতাংশ। উল্লেখযোগ্য হারে কমে যায় বায়ুদূষণ। আগের চেয়ে অনেক বিশুদ্ধ বাতাস পাওয়া গেছে চীন ও যুক্তরাষ্ট্রে। দূষিত পদার্থের উপস্থিতি কমে গেছে ইতালি ও দক্ষিণ কোরিয়ার বাতাসেও। লকডাউনের কারণে ইতালির বাসিন্দা ও বিশ্বের পর্যটকরা যখন ঘরবন্দি, পর্যটন শহর ভেনিস তার রূপ বদলাতে শুরু করে। ভেনিসের খালগুলোর পানি স্বচ্ছ হতে শুরু করে। ফিরে আসতে শুরু করে প্রাণিকুল। অনেক জায়গায় লোকালয়ে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে দেখা যায় বন্যপ্রাণীদের। বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের পানিও ঘোলাটে থেকে নীল হয়ে যায়। সৈকতের অনেক কাছে ডলফিনদের খেলতে দেখা গেছে।
আইএমও সালফার ক্যাপ ২০২০
মনে আছে আইএমও ২০২০-এর কথা? তিন বছর ধরে শিপিং দুনিয়ার আকর্ষণের কেন্দ্রে ছিল ২০২০ সালের প্রথম প্রহরে কার্যকর হতে যাওয়া জাহাজের জ্বালানি হিসেবে আইএমও নির্ধারিত মাত্রায় সালফার ফুয়েল নীতিমালা। ২০৫০ সালের মধ্যে শিপিং ইন্ডাস্ট্রি থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ বৈশ্বিকভাবে অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনতে আইএমও মারপোল অ্যানেক্স সিক্স অনুযায়ী এ আইন করেছে শিপিং দুনিয়ার অভিভাবক প্রতিষ্ঠানটি। বন্দর, তেল উৎপাদনকারী ও শোধনাগার, মজুদ প্রতিষ্ঠানগুলো ব্যস্ত ছিল প্রচলিত ৩.৫০ শতাংশ সালফারসমৃদ্ধ ফুয়েলের বদলে শূন্য দশমিক ৫ শতাংশ লো সালফার ফুয়েল শোধন, মজুদ ও বিতরণে। এর মধ্যেই করোনার থাবায় এলোমেলো হয়ে যায় ভেরি লো সালফার ফুয়েল অয়েল উৎপাদন ও বিতরণ। ফলে গতি হারিয়েছে জাহাজের ফুয়েল হিসেবে ভিএলএসএফও’তে পরিবর্তনের প্রক্রিয়া।
বিকল্প জ্বালানিতে আগ্রহ বেড়েছে
মহামারির অনেক আগে থেকেই নবায়নযোগ্য শক্তির চাহিদা বিশ্বব্যাপী বাড়ছিল। তবে মহামারির সময়ে পৃথিবর মানুষ সত্যিকার অর্থেই নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রয়োজন অনুভব করে। বছর শেষে দেখা যায় এ ধরনের শক্তির উৎপাদনও বেড়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি রিনিউএবলস ২০২০ ডিসেম্বর রিপোর্ট অনুযায়ী, এ বছর বিশ্বে নবায়নযোগ্য শক্তির সক্ষমতা ৪ শতাংশ বৃদ্ধি পাবে। অথচ মে মাসে আগের রিপোর্টে তারা বলেছিল, মহামারির জন্য দেরিতে নির্মাণকাজ, লকডাউনসহ নানা কারণে গত ২০ বছরের মধ্যে এ বছর নবায়নযোগ্য শক্তির সক্ষমতা সবচেয়ে কম হবে। মে মাসের মাঝামাঝি থেকে নির্মাণকাজ ও উৎপাদনের ব্যাপক বৃদ্ধির কারণে নবায়নযোগ্য শক্তির সক্ষমতা বেড়েছে। পেট্রোকেমিক্যালের পরিবর্তে বায়োফুয়েল, অ্যামোনিয়া নিয়ে গবেষণা বেড়েছে। ২৩ হাজার টিইইউ কনটেইনার ধারণক্ষম দৈত্যাকার এলএনজি জাহাজ জ্যাকুয়েস সাদের বাণিজ্যিক চলাচল শুরুর পাশাপাশি হাইড্রোজেনচালিত জাহাজ এনেছে সিএমএ সিজিএম। ১০০ এলএনজি ক্যারিয়ার নির্মাণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার তিন শিপইয়ার্ডের সাথে ১৮.৭৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে কাতার পেট্রোলিয়াম।
অবশেষে ইইউ ইটিএসের অংশ হলো শিপিং
মেরিটাইম ট্রান্সপোর্ট ছিল একমাত্র সেক্টর, যেখানে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বন্ধে ইইউর সুনির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না। ইউরোপিয়ান কমিশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এক বছর আগে এ নিয়ে কাজ শুরু করেন উরসুলা ভন ডার লেভেন। এরপর গত সেপ্টেম্বরে ইউরোপিয়ান পার্লামেন্টে ভোটের মাধ্যমে শিপিং ইন্ডাস্ট্রি থেকে নিঃসৃত গ্রিনহাউস গ্যাস হ্রাস-সংক্রান্ত বিধিমালা পাস হওয়ায় শিপিং খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইইউ এমিশন ট্রেডিং সিস্টেমে (এটিএস)। ২০২২ সালের সালের জানুয়ারি থেকে ইউরোপের পানিতে চলমান জাহাজে ইটিএসের বিধিমালা অনুযায়ী জাহাজে তদারকি শুরু করবে ইইউ, যাতে ২০৩০ নাগাদ শিপিং থেকে কার্বন নিঃসরণের হার অন্তত ৪০ শতাংশ কমানো সম্ভব হয়।
ওপেন লুপ স্ক্রাবার নিষিদ্ধ করেছে আরো দেশ
আইএমও নির্ধারিত ভিএলএসএফও ব্যবহারের বিকল্প হিসেবে ওপেন লুপ স্ক্রাবারের কথা বলা হলেও বহু দেশ তাতে আস্থা হারাচ্ছে। পরিবেশ দূষণের দায়ে ২২তম দেশ হিসেবে নিজেদের মেরিটাইম সীমানায় ওপেন-লুপ স্ক্রাবার থেকে ওয়াশ-ওয়াটার নির্গমন নিষিদ্ধ করেছে সৌদি আরব।
ডিকার্বনাইজেশনের নতুন প্রকল্প উদ্বোধন
এমপিএ সিঙ্গাপুরের সাথে যৌথভাবে ‘নেক্সটজেন’ উদ্যোগ চালুর ঘোষণা দিয়েছে আইএমও। মেরিটাইম খাতে কার্বন নিঃসরণ কমিয়ে ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য সদস্য দেশগুলোর সাথে একযোগে কাজ করবে এ ইনিশিয়েটিভ। সাথে যুক্ত থাকবে বিভিন্ন শিপিং প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা।