লোহিত সাগর, এডেন উপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে চলাচলকারী বাণিজ্যিক ভেসেলগুলোকে সতর্ক করে ইউএস মারাড এক বার্তায় জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর জন্য ইয়েমেন এখনো ঝুঁকি হিসেবে রয়ে গেছে।
সংস্থাটি তাদের সতর্কবার্তায় বলেছে, ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর জন্য ঝুঁকির মধ্যে রয়েছে মিসাইল, রকেট, প্রোজেক্টাইল, মাইন, মনুষ্যবিহীন আকাশযান বা জলের নিচের ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। ইয়েমেন সংকট এখনো চলমান থাকায় বাণিজ্যিক জাহাজগুলোর জন্য এ ঝুঁকি রয়ে গেছে। মারাড বিদ্যমান ঝুঁকিগুলো বিবেচনায় নিয়ে ওই সাগর ও মহাসাগরগুলোয় চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তামূলক পদক্ষেপগুলো যাচাই করে নেয়ার আহ্বান জানিয়েছে। যেমন সবসময় যেন এআইএস চালু থাকা তা নিশ্চিত রাখা ও ভিএইচএফ চ্যানেল ১৬ পর্যবেক্ষণ করা। নিরাপত্তা হুমকির পাশাপাশি জলদস্যুতা নিয়েও সতর্ক করেছে সংস্থাটি।