লাঙলের বদলে মিলল প্রসাধনী

হালচাষের লাঙল আমদানির ঘোষণা দিয়ে তিন কনটেইনার ভর্তি প্রসাধনসামগ্রী এনেছে এক আমদানিকারক। ঢাকার চকবাজারের ৫/এ গোলাম মোস্তফা লেন ঠিকানার সালেহ ট্রেডিংয়ের নামে সিঙ্গাপুর থেকে ৩০ টন পাওয়ার টিলারের ‘লাঙল’ ঘোষণায় তিন কনটেইনার পণ্য আমদানি করা হয়। গত ১১ জানুয়ারি এমভি এক্সপ্রেস কাবরু জাহাজে কনটেইনারগুলো বন্দরে এলেও খালাসের প্রক্রিয়া শুরু করেনি আমদানিকারক। ১১ মাস বন্দর ইয়ার্ডে ফেলে রাখার পর কাস্টমসের হাতে ১০ ডিসেম্বর জব্দ হয় কনটেইনার তিনটি।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা দল এআইআর শাখার প্রধান রেজাউল করিম বলেন, ‘‘জাহাজ থেকে নামার পর কনটেইনার তিনটি এত দিন পড়ে থাকায় আমাদের সন্দেহ ঘনীভূত হচ্ছিল। এরপর আমরা নজরদারি বাড়াই। সবার উপস্থিতিতে বন্দর ইয়ার্ডে কনটেইনার খুলে পণ্যের কায়িক পরীক্ষা করা হয়। সেখানে ঘোষণা অনুযায়ী কোনো আমদানি পণ্য (লাঙল) পাওয়া যায়নি।’’ এ সময় লাঙলের পরিবর্তে প্রায় ৫০ টন শর্তসাপেক্ষে আমদানিযোগ্য প্রসাধনসামগ্রী পাওয়া যায়। এর মধ্যে রয়েছে জনসন, সানসিল্ক, ডাভ শ্যাম্পু, পলমোলিভ সোপ, শাওয়ার জেল, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, জিলেট শেভিং ফোম ইত্যাদি। আটক চালানে ২০ ফুট দীর্ঘ দুটি কনটেইনার এবং ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনার রয়েছে। সবমিলিয়ে আড়াই কোটি টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা হয়েছিল এ চালানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here