নিলামে বিক্রি করতে না পারায় ৪৮ হাজার ৮৭০ কেজি বিপজ্জনক কেমিক্যাল ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানির একটি ডিও সাইকেল প্রকল্পে এসব কেমিক্যাল ৬ ডিসেম্বর ধ্বংস করা হয়। প্রায় ১৫ বছরের পুরনো ক্ষতিকর এসব রাসায়নিক চট্টগ্রাম বন্দরের পি শেড থেকে গত ২ ডিসেম্বর তিনটি কাভার্ড ভ্যানে পাঠানো হয়। এ ধরনের রাসায়নিক ধ্বংসের ব্যবস্থা এবং অভিজ্ঞ লোকবল কেবল হোলসিম সিমেন্টের রয়েছে। ফলে সেখানেই ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
কাস্টমসের নিলাম শাখার ডেপুটি কমিশনার ফয়সাল বিন রহমান জানান, ‘‘৪৮ হাজার ৮৭০ কেজি বিপজ্জনক কেমিক্যাল ধ্বংস করতে তিনটি কাভার্ড ভ্যানে সুনামগঞ্জ পাঠানো হয়। প্রতিটি গাড়িতে কাস্টমসের প্রতিনিধি ছিল। পণ্য ধ্বংস করার সংশ্লিষ্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানির একটি ডিও সাইকেল প্রকল্পে ধ্বংসের কারণে দেশে একমাত্র তারাই এ ধরনের কেমিক্যাল ধ্বংসের প্রক্রিয়া রেখেছে।’’
যেকোনো ধরনের পণ্য ধ্বংসের আগে পরিবেশ অধিদপ্তরের কাছে স্থান নির্ধারণের বিষয়ে পরামর্শ চায় কাস্টম কর্তৃপক্ষ। কেমিক্যাল ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের অনুমতি চাইলে বিপজ্জনক পণ্য হওয়ায় সিদ্ধান্তের জন্য মহাপরিচালকের অনুমতি চাওয়া হয়। সেখান থেকে সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানির ডিও সাইকেল প্রকল্পে এসব কেমিক্যাল ধ্বংসের পরামর্শ দেওয়া হয়।