চলতি বছরের জানুয়ারিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ট্রানজিট ও টনেজের হিসাবে নতুন এক মাসিক রেকর্ড গড়েছে পানামা খাল। জ্বালানি বাজারের সাম্প্রতিক তেজিভাব এ রেকর্ড গড়তে ভূমিকা রেখেছে। এশিয়া থেকে এলএনজি শিপমেন্টের শক্তিশালী চাহিদা রেকর্ড শিপমেন্টে অবদান রেখেছে।
পানামা খাল কর্তৃপক্ষ প্রকাশিত ডেটা অনুয়ায়ী, নিওপানাম্যাক্স লকস দিয়ে সর্বমোট ৫৮টি এলএনজি ভেসেল পার হয়েছে, সামগ্রিকভাবে যা ৬৭ দশমিক ৪ লাখ পানামা ক্যানেল টন। পূর্ববর্তী মাসিক রেকর্ডটি ছিল ২০২০ সালের জানুয়ারিতে। ওই সময় ৫৪টি এলএনজি ভেসেল এ খাল পার হয়েছিল, আর টনের হিসাবে ছিল ৬২ দশমিক ৩ লাখ।
পানামা ক্যানেল অ্যাডমিনিস্ট্রেটর রিকার্তে ভাসকুয়েজ মোরালেস এ প্রসঙ্গে বলেন, এ সাফল্য আমাদের প্রতিযোগিতাসক্ষমতারই নিশ্চয়তা প্রদান করছে এবং একই সঙ্গে পরিবর্তিত বাজার পরিস্থিতির কারণে চলে আসা সুযোগগুলোর সদ্ব্যবহারে আমাদের সক্ষমতাও জানান দিচ্ছে।