উত্তর আয়ারল্যান্ড ও গ্রেট ব্রিটেনের মধ্যে একটি ফিক্সড লিংক স্থাপনের বিষয়টি বর্তমানে সরকারি পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। এ অবস্থায় একটি সম্ভাব্যতা যাচাই শেষে ব্রিটিশ পোর্টস অ্যাসোসিয়েশন (বিপিএ) জানিয়েছে, এই সংযোগ স্থাপনের জন্য ব্রিজ অথবা টানেল নির্মাণ করতে গেলে প্রায় ৪ হাজার কোটি পাউন্ড ব্যয় হবে। আর এই বড় অংকের বিনিয়োগের বিপরীতে রিটার্ন আসবে খুব সামান্যই।
‘আই হ্যাভ এ ব্রিজ টু সেল ইউ: মেকিং দ্য কেস ফর পোর্ট কানেক্টিভিটি’ শীর্ষক বিপিএর প্রতিবেদনে বলা হয়েছে, এই লিংক তৈরির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো এর আগে কখনো দেখা যায়নি। এ কারণেই মূলত ব্যয়ের অংকটা হবে অনেক বড়।