শ্রীলংকা উপকূলে সপ্তাহ দুয়েক ধরে জ¦লতে থাকা রাসায়নিকভর্তি জাহাজ এক্সপ্রেস পার্ল সাগরে ডুবে গেছে। এ ঘটনায় পরিবেশ বিপর্যয় ও সাগরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবীদরা। তারা বলছেন, জাহাজটির জ্বালানির ট্যাংকগুলো থেকে তেল বেরিয়ে গেলে সামুদ্রিক প্রাণীরা অস্তিত্বের সংকটে পড়তে পারে। এ অবস্থায় সামুদ্রিক পরিবেশের সুরক্ষায় জাহাজটির ধ্বংসাবশেষ অপসারণে শ্রীলংকার প্রেসিডেন্টের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

গত মে মাসে জাহাজটির ট্যাংকার লিকেজ হয়ে নাইট্রিক অ্যাসিড ছড়িয়ে পড়ে ও অগ্নিকা-ের সূত্রপাত হয়। ২ জুন জাহাজটি ডুবে যেতে শুরু করে। শ্রীলংকার মৎস্যসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ অঞ্চলের পরিবেশের সুরক্ষায় এরই মধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here