সরবরাহ ঘাটতি ও কয়েক বছরের মধ্যে মূল্যের সর্বোচ্চ সূচক স্পর্শের পরও বিশ্বব্যাপী কৃষিপণ্যের চাহিদা বেশ বাড়তি। এর সুবাদে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের রপ্তানি নতুন রেকর্ড স্পর্শ করেছে। অবশ্য বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, মূল্য ঊর্ধ্বমুখী থাকার প্রবণতা বেশিদিন অব্যাহত থাকলে রপ্তানি কমে যেতে পারে।
ইউএস সেনসাস ব্যুরোর সর্বশেষ তথ্যে দেখা গেছে, অক্টোবরে বিশ্বব্যাপী মার্কিন কৃষিপণ্যের রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৯০৮ কোটি ডলার। মাসিক ভিত্তিতে এটি যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ রপ্তানি।
অক্টোবরে চীনে মার্কিন কৃষিপণ্য রপ্তানির পরিমাণ ছিল ৫৫২ কোটি ডলার। আর বিশ্বের বাকি দেশগুলোয় রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৩৬০ কোটি ডলার, যা চলতি বছরের মার্চের পর দ্বিতীয় সর্বোচ্চ।
সার্বিকভাবে কৃষিপণ্যের রপ্তানি বাড়লেও অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও তুলার রপ্তানি কমেছে। আলোচ্য সময়ে ১২ লাখ ২০ হাজার টন গম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭২ সালের পর এটি দেশটির মাসভিত্তিক সর্বনিম্ন গম রপ্তানি। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ভোজ্যতেলের চাহিদা বাড়তির দিকে থাকলেও উচ্চমূল্যের কারণে যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানি কমেছে। অক্টোবরে দেশটির সয়াবিন রপ্তানি ছিল ২৬ হাজার টনের মতো, যা ২০০০ সালের পর মাসভিত্তিক সর্বনিম্ন । আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রের তুলা রপ্তানির পরিমাণ ছিল ১ লাখ টন। ২০১৫ সালের নভেম্বরের পর এটি মাসভিত্তিক সর্বনিম্ন হিসাব।