ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ অংশীদার ও চট্টগ্রাম বন্দরের স্টেকহোল্ডার সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বা বাফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কবির আহমেদ। নবনির্বাচিত পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে আমিরুল ইসলাম চৌধুরী জ্যেষ্ঠ সহসভাপতি, নুরুল আমিন ও খায়রুল আলম সুজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটিতে পরিচালক হিসেবে রয়েছেন ১৫ জন। শুক্রবার (৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা বোর্ড এ ফলাফল প্রকাশ করে। আগামী দুই বছর নতুন কমিটি সংগঠনের নেতৃত্ব দেবেন।

নির্বাচিত ১৫ পরিচালক হলেন নাসির আহমেদ খান, আকতার কামাল চৌধুরী, জাহিদ হোসেন, মো. খোরশেদ আলম, মো. কামরুজ্জামান ইবনে আমিন, মো. আলমগীর হোসেন, এস এম মাহবুবুর রহমান, জান্নাতুল ফেরদাউস আকবর, মাজাহার হোসেন, এ কে এম ফজলুল হক, দোলন বড়ুয়া, কাজী মো. মাহফুজুর রহমান, মোহাম্মদ জহির আহমেদ সরকার, মোহাম্মদ শাহ আলম ও সুমন হাওলাদার।

আমদানি–রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন হলো বাফা। বিশেষ করে রপ্তানিকারকদের হাত থেকে ডিপোতে রপ্তানি পণ্য বুঝে নিয়ে বিদেশি ক্রেতাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here