জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ১৭ মার্চ তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পর্ষদ সদস্যবৃন্দ।

ঢাকায় ২৮ মার্চ চট্টগ্রাম বন্দর লিয়াজোঁ অফিস ও রেস্ট হাউসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ সময় পর্ষদ সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বন্দরের সক্ষমতা বাড়াতে দুটি টাগবোট ক্রয়ে চিয়ই লি শিপইয়ার্ডের সাথে ১৪ মার্চ চুক্তি স্বাক্ষর করেছে বন্দর কর্তৃপক্ষ। চুক্তিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ও শিপইয়ার্ডের পক্ষে প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি ই-ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন স্বাক্ষর করেন।

উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপনে ৩১ মার্চ কক্সবাজারের লাবণী সমুদ্র সৈকতে আয়োজিত উন্নয়ন মেলায় চট্টগ্রাম বন্দরের স্টল পরিদর্শন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, পর্ষদ সদস্য মো. জাফর আলম, মাতারবাড়ী টার্মিনালের প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান, সচিব মো. ওমর ফারুক ও সিস্টেমস এনালিস্ট একরাম চৌধুরী।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারী বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশন দলের খেলোয়াড়বৃন্দ।